যশোরে পুকুরে ডুবে একসঙ্গে তিন শিশুর মৃত্যু

প্রতীকী ছবি

যশোরে পুকুরে ডুবে একসঙ্গে তিন শিশুর মৃত্যু

যশোর প্রতিনিধি:

যশোরের বাঘারপাড়া উপজেলায় পুকুরে একসঙ্গে গোসলে নেমে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুর ১টার দিকে উপজেলার দক্ষিণ শ্রীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।  

মৃত শিশুরা হলো উপজেলার দক্ষিণ শ্রীরামপুর গ্রামের হারুন মোল্লার মেয়ে তমা (৮), কামরুল ইসলামের মেয়ে সুমাইয়া (৮) ও শাহিদ মোল্লার ছেলে হোসাইন (৫)।

বাঘারপাড়া থানার ওসি ফিরোজ উদ্দিন নিউজ টোয়েন্টিফোরকে জানান, সকালে ওই তিন শিশু বাড়ির পাশে খেলা করতে যায়।

দুপুরে বাড়ি না ফেরায় তাদের খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের লোকজন। পরে পুকুরপাড়ে ওই তিন শিশুর জুতা পড়ে থাকতে দেখা যায়। এরপর স্থানীয়রা পানিতে নেমে ডুব দিয়ে এক শিশুকে উদ্ধার করেন।

পরবর্তী সময়ে আরও দুই শিশুকে উদ্ধার করা হয়।

এরপর তাদের বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।  

ওসি আরও জানান, এলাকাবাসীর মতে, ওই তিন শিশু একসঙ্গে পুকুরে গোসল করতে নেমেছিল। সাঁতার না জানায় পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে।

স্থানীয় ইউপি চোরম্যান আমিনুর রহমান জানান, গোসল করতে নেমে ওই তিন শিশুর মৃত্যু হয়েছে। মৃত ওই তিন শিশু একে অপরের প্রতিবেশী।

news24bd.tv/কামরুল