জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয়েছে বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড-২০২১ প্রদানের মূল অনুষ্ঠান। প্রথমবারের মতো দেশে সাংবাদিকদের সামনে এত বড় আয়োজনে তৈরি হয়েছে এক আবেগঘন পরিবেশ । ৬৪ জেলা থেকে উপস্থিত গুণী সাংবাদিকদের মধ্যে উপস্থিত রাজবাড়ী জেলা থেকে আগত গুণীজন সাংবাদিক মো. সানাউল্লাহ অঝোরে কেঁদে ফেলেন। সবাইকে দেখা যায় আবেগে আপ্লুত হয়ে উঠতে।
জাতীয় সংগীত শেষে মঞ্চে ওঠেন অনুষ্ঠানের প্রধান অতিথি তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি, অনুষ্ঠানের উদ্বোধক বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, অনুষ্ঠানের সভাপতি ও বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর এবং জুরিবোর্ডের প্রধান অধ্যাপক ড. মো. গোলাম রহমান। অনুষ্ঠান পরিচালনা করছেন চিত্রনায়ক ফেরদৌস ও চিত্রনায়িকা বুবলী।
এর মধ্য দিয়ে বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড ঘিরে সাংবাদিকদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে।
অধ্যাপক ড. মো. গোলাম রহমানের নেতৃত্বে জুরিবোর্ডে ছিলেন একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক অজয় দাশগুপ্ত, সম্প্রচারে আসার অপেক্ষায় থাকা টেলিভিশন চ্যানেল ‘টিভি টুডে’র প্রধান সম্পাদক মনজুরুল আহসান বুলবুল, দৈনিক দেশ রূপান্তর পত্রিকার সম্পাদক অমিত হাবিব, আলোকচিত্রী ও লেখক নাসির আলী মামুন, চলচ্চিত্র শিক্ষক গবেষক ও পরামর্শক ড. এ জে এম শফিউল আলম ভূঁইয়া, দেশে বিদেশে অনুসন্ধানী সাংবাদিকতা করে ব্যাপক পরিচিতি পাওয়া জুলফিকার আলি মাণিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক শাওন্তী হায়দার।
news24bd.tv/আলী