নিঁখোজের ৩ মাস পর শিশু আঁখি উদ্ধার, গ্রেপ্তার ২

গ্রেপ্তারকৃত আসামিরা

নিঁখোজের ৩ মাস পর শিশু আঁখি উদ্ধার, গ্রেপ্তার ২

মাসুদা লাবনী

আশুলিয়া থেকে তিন মাস আগে নিঁখোজ হওয়া দেড় বছরের শিশু আঁখি আক্তারকে উদ্ধার করেছে পুলিশের বিশেষ ইউনিট র‍্যাব। এসময় শিশুটিকে অপহরণের সাথে জড়িত থাকার কারণে দুইজনকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার সকালে রাজধানীর কাওরানবাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।

র‍্যাব জানায়, গত ৩১শে মার্চ দেড় বছর বয়সী কন্যাশিশু ভাইয়ের সাথে খেলার সময় অপহৃত হয়।

এরপর শিশুর স্বজনরা আশুলিয়া থানায় অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা করেন। একইসাথে আশুলিয়া ও এর আশেপাশের এলাকায় নিঁখোজ সংবাদ দিয়ে পোস্টারিং করে। এক পর্যায়ে অপহরণকারী রাশেদুল বিকাশে ত্রিশ হাজার টাকা দাবি করে বিশ হাজার টাকা নেয়। পরে র‍্যাব এ ঘটনায় ছায়াতদন্ত শুরু করে।
 

এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার রাতে রংপুর শহরে অভিযান চালিয়ে অপহরণকারী রাশেদুলকে গ্রপ্তার করে র‍্যাব। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে গাজীপুরের কালিয়াকৈর এলাকার রতনপুরের একটি বাসা থেকে শিশু আঁখিকে উদ্ধার করে। এসময় রোকসানা নামে আরো  আরেকজনকে গ্রেপ্তার করা হয় বলেও র‍্যাব জানায়।

news24bd.tv/রিমু