মৌলভীবাজারে দু’পক্ষের সংঘর্ষ, নিহত ২

প্রতীকী ছবি

মৌলভীবাজারে দু’পক্ষের সংঘর্ষ, নিহত ২

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

মৌলভীবাজারে পূর্ব শত্রুতার জের ধরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে ২ ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ২৫ জন। এ ঘটনায় ৭ জনকে আটক করেছে পুলিশ।

আজ (১৪ জুলাই) সকাল ৯টার দিকে সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের লামুয়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পরে ১১টার দিকে মৌলভীবাজার সদর হাসপাতালে তাদের আনা হলে দায়িত্বরত চিকিৎসক ২জনকে মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন-  লামুয়া গ্রামের মো. আব্দুল মালিক (৫৪) ও পূর্ব খলিলপুর এলাকার মৃত মোবারক আলীর ছেলে শফিকুর রহমান (২৫)।

পুলিশ জানায়, সরকারি জমি দখলকে কেন্দ্র করে এলাকার লেকাছ মিয়া ও সাদবার মিয়ার (লন্ডনি) মধ্যে দীর্ঘদিন থেকে শত্রুতা ছিল। এ ঘটনার জের ধরে সকালে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এতে সাদবার গ্রুপের আব্দুল মালেক ও লেকাছ মিয়া গ্রুপের শফিকুর রহমান নিহত হয়। এ ঘটনায় আহত হয় আরও ২৫ জন।

আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় সুহেল আহমদ (৩৫) ও লিয়াকত আলীকে (৩০) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং সেলিম মিয়াসহ (২৫) কয়েকজনকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতদের নাম-ঠিকানা এখনো জানা যায়নি।

এদিকে, এ ঘটনায় জড়িত সন্দেহে ৭ জনকে আটক করেছে পুলিশ। তাদেরও নাম-ঠিকানা এখনো নিশ্চিত করা হয়নি।

মৌলভীবাজার মডেল থানার অপারেশন অফিসার হারুন উর রশিদ গণমাধ্যমকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর