‘১৯৭৫ সালের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার’ এমন স্লোগানের মধ্যে দিয়ে বিএনপি-জামায়াত প্রমাণ করেছে সে বছর ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের হত্যাকাণ্ডে তাদের সম্পৃক্ততা ছিল। এমন কথা বলেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।
এমন বক্তব্যের কারণে তাদের জনগণের আদালতে মুখোমুখি হতে হবে বলেও জানান হানিফ।
মঙ্গলবার (৩০ মে) দুপুরে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন হানিফ।
দীর্ঘ ১৯ বছর পর উপজেলা আওয়ামী লীগের এ সম্মেলন অনুষ্ঠিত হয়। রায়পুর মার্চেন্ট একাডেমি প্রাঙ্গণে সভার আয়োজন করা হয়।
মাহবুব-উল আলম হানিফ বলেন, ওই স্লোগানের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হুমকি দেওয়া হচ্ছে।
আওয়ামী লীগের এ নেতা বলেন, এ বাংলাদেশ শেখ মুজিবুর রহমানের হাতে গড়া দেশ। এ দেশ জননেত্রী শেখা হাসিনার দেশ। এদেশে একাত্তরের প্রেতাত্মাদের স্থান নেই। দলীয় নেতাকর্মীদের তিনি বলেন, আওয়ামী লীগকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করুন। বিএনপি-জামায়াতের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন। আমরা শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় এনে দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখবো।
তিনি আরও বলেন, এদেশের মানুষের আস্থা এবং ভরসার জায়গা একটাই। সেটা হলো- শেখ হাসিনা। তার নেতৃত্বে দেশে অর্থনৈতিক সমৃদ্ধ অর্জন করেছে। বাংলাদেশ তলা-বিহীন ঝুড়ি না, ব্যর্থ অর্থনৈতিক রাষ্ট্র না। বাংলাদেশ সারা পৃথিবীর কাছে উন্নয়নের রোল মডেল। শেখ হাসিনার নেতৃত্বেই উন্নয়ন এবং অগ্রগতি সম্ভব।
news24bd.tv তৌহিদ