রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৭
রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৭

প্রতীকী ছবি

রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৭

শফিকুল ইসলাম শামিম, রাজবাড়ী

রাজবাড়ীর কালুখালীতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৬ জনসহ ৭ জন নিহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে কালুখালী উপজেলার রেলগেট এলাকায় ট্রাক, প্রাইভেটকার ও অটোরিক্সার ত্রিমুখী সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

সবাই অটোরিক্সার যাত্রী ছিলেন। তারা পাংশা থেকে রাজবাড়ী যাচ্ছিলেন।

 

নিহতরা হলেন, পাংশা উপজেলার পুঁইজোর গ্রামের অটো রিক্সা চালক বসিরউদ্দিন মিয়ার ছেলে নাসির (৩২), একই গ্রামের মোতালেব মন্ডলের স্ত্রী মসিরন বিবি ( ৬০), মোতালেব মন্ডলের তিন মেয়ে মরিয়ম (৪০), মর্জিনা (৩৫) ও শিলা (৩০) এবং শিলার দুই ছেলে নয়ন, (৯) ও ইউসুফ আলী (০৫)। এ ঘটনায় আরো একজন আহত অবস্থায় ফরিদপুর মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাজবাড়ী থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী একটি ট্রাক ও পাংশা থেকে ছেড়ে আসা থ্রি- হুইলার কালুখালীর চাঁদপুর রেলগেট এলাকায় পৌঁছালো তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় থ্রি-হুইলারের পেছনে থাকা প্রাইভেটকারের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই তিনজন মারা যায়। আহত অবস্থায় চারজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তারা মারা যান। নিহতের মধ্যে ছয়জন একই পরিবারের সদস্য এবং একজন থ্রি হুইলারের চালক রয়েছেন।

রাজবাড়ী ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুর রহমান বলেন, সকাল ৯টার দিকে কালুখালী ফায়ার সার্ভিসের সামনে ত্রিমুখী সংঘর্ষ হয়। খবর পেয়ে আমরা উদ্ধার অভিযানে অংশ নিই। আমরা ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করি। আহত অবস্থায় চারজনকে হাসপাতালে পাঠালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, এ ঘটনায় একই পরিবারের ৬ জনসহ সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজনের মরদেহ পাংশা হাইওয়ে থানা পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় ট্রাকচালক ও তার সহযোগী পালিয়ে গেছেন।

news24bd.tv/রিমু