দেশের অন্যতম বৃহত্তম চালের মোকাম কুষ্টিয়ার খাজানগরে চালকলে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। বুধবার দুপুর দেড়টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত এ অভিযান চলে।
চালের দাম কমাতে প্রধানমন্ত্রীর ঘোষণার পর দেরিতে হলেও কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধন কুমার বিশ্বাস ও জেলা খাদ্য নিয়ন্ত্রক সুবীর নাথ চৌধুরীর নেতৃত্বে অভিযানিক দল চালকলগুলোতে মজুদ খতিয়ে দেখে। অভিযানের সময় অতিরিক্ত মজুদ বা মুনাফা করার প্রমাণ পাওয়া যায়নি- বলেন জানান খাদ্য নিয়ন্ত্রক সুবীর নাথ চৌধুরী।
করে।
কুষ্টিয়া সদর উপেজলা নিবাহী কমকর্তা সাধন কুমার বিশ্বাস বলেন, মজুদ খতিয়ে দেখার পাশাপাশি ধান-চাল বেচা বিক্রির দর, কাগজপত্র দেখা হচ্ছে।
কুষ্টিয়াতে গত এক মাসে ৬ দফায় সরু চালের কেজিতে দাম বেড়েছে ১১ টাকা। পরে ৪টার দিকে কুষ্টিয়া পৌর বাজারে খুচরা দোকানে অভিযান শুরু করেছে।
news24bd.tv তৌহিদ