অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানিয়েছেন আসন্ন ২০২২-২৩ অর্থবছরের বাজেটে দেশের মানুষকে যতোটা পারা যায় সহায়তা করা হবে। একই সঙ্গে সামাজিক নিরাপত্তা খাত প্রশস্ত করা হবে বলেও জানান তিনি।
বুধবার (০১ জুন) দুপুরে ভার্চ্যুয়ালি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, বাজেটে সামাজিক নিরাপত্তা প্রশস্ত করা হয়েছে।
বাজেটে কোন খাত অগ্রাধিকার পাবে জানতে চাইলে অর্থমন্ত্রী মুস্তফা কামাল বলেন, বিশ্ব অর্থনীতিতে যে অনিশ্চয়তা বিরাজমান এর মধ্যে কেমন করে আমাদের অর্থনীতিতে আমরা জায়গা করে নিতে পারি, আমরা আরও কীভাবে গতিশীল করতে পারি সেগুলো বাজেটে জায়গা পেয়েছে।
বিদ্যুৎ-জ্বালানির দাম বাড়ায় অর্থনীতি জন্য আত্মঘাতী হবে বলে ব্যবসায়ীদের বক্তব্যের প্রসঙ্গে প্রশ্নের জবাবে মুস্তফা কামাল বলেন, এ বিষয়ে আমি ভিন্ন মতামত দিতে চাই না।
news24bd.tv/কামরুল