পায়ুপথে ১ কেজি স্বর্ণ!

সংগৃহীত ছবি।

পায়ুপথে ১ কেজি স্বর্ণ!

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে ৭৩ লাখ টাকার প্রায় দেড় কেজি সোনা জব্দ করেছে শুল্ক গোয়েন্দা।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের  মহাপরিচালক ড. মো. সহিদুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন।

এর মধ্যে শুক্রবার রাতে থাইল্যান্ড থেকে আগত এক যাত্রীর রেক্টাম থেকে (পায়ুপথে) ১০টি স্বর্ণবার উদ্ধার করা হয়। জব্দকৃত স্বর্ণের ওজন এক কেজি।

যাত্রীকে আটক করা হয়েছে।

অন্যদিকে শনিবার সকালে চট্টগ্রাম থেকে আগত দুই যাত্রীর কাছ থেকে ৪৬৪ গ্রাম চারটি স্বর্ণবার উদ্ধার করা হয়।

শুল্ক গোয়েন্দা জানায়, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে থাইল্যান্ড থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইট নং বিজি-০৮৯  যোগে আগত এক যাত্রীর রেক্টামে লুক্কায়িত ১০টি স্বর্ণবার আটক করা হয়। আটক স্বর্ণের ওজন এক কেজি।

গোপন সংবাদের মাধ্যমে শুল্ক গোয়েন্দা দল জানতে পারায় শুল্ক গোয়েন্দা দল গ্রীন চ্যানেলে অবস্থান গ্রহণ করে। যাত্রী গ্রীণ চ্যানেল অতিক্রম করার পর শুল্ক গোয়েন্দা দল তাকে আটক করে। আটকের পর সুনিশ্চিত তথ্য থাকার পরেও জিজ্ঞাসাবাদে যাত্রী স্বর্ণ বহনের বিষয়টি অস্বীকার করেন।

অধিকতর জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে যাত্রী তার রেক্টামে স্বর্ণ বহনের বিষয়টি স্বীকার করে। এরপর বিশেষ কায়দায় তাকে ব্যায়াম করিয়ে, রুটি, কলা, জুস ও পানি খাইয়ে তার রেক্টাম থেকে ১০ পিস স্বর্ণবার বের করে আনে। যাত্রীর নাম মনকির আহম্মেদ। আটক স্বর্ণের দাম প্রায় ৫০ লাখ টাকা।

অন্যদিকে সকালে চট্টগ্রাম থেকে আগত দুই যাত্রীর কাছ থেকে ৪৬৪ গ্রাম ওজনের চারটি স্বর্ণবার আটক করে।

সম্পর্কিত খবর