ফোনের সাতটি বিপজ্জনক অ্যাপ

প্রতীকী ছবি

ফোনের সাতটি বিপজ্জনক অ্যাপ

অনলাইন ডেস্ক

ফেসবুক ইউজারদের জন্য পাসওয়ার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাইবার ক্রাইমের দুনিয়ায় অধিকাংশ নেটিজেনরাই ফেসবুক পাসওয়ার্ড সেভ করে রাখেন না। কিন্তু তাতেও যে ফেসবুকের গোপনীয়তা বজায় থাকবে, সেই নিশ্চয়তা থাকছে না। অ্যান্ড্রয়েড ফোনের বেশ কিছু অ্যাপ রয়েছে, যেগুলির মাধ্যমে ফেসবুক পাসওয়ার্ড চুরি হয়ে যেতে পারে বলে জানা গিয়েছে বিভিন্ন সাইবার নিরাপত্তা কোম্পানির তরফে।

জানা গিয়েছে, প্রায় দু’শোটি অ্যাপ রয়েছে, যেখান থেকে ফেসবুক পাসওয়ার্ড-সহ বিভিন্ন ব্যক্তিগত তথ্য ছড়িয়ে পড়তে পারে।

দু’শোটি বিপজ্জনক অ্যাপের তালিকায় রয়েছে বেশ জনপ্রিয় সাতটি অ্যাপের নাম। ট্রেন্ড মাইক্রো নামে একটি সফটওয়্যার কোম্পানি জানিয়েছে, ‘ফেসস্টেলার’ নামে স্পাইওয়্যার ব্যবহার করছে বেশ কয়েকটি অ্যাপ। এই কোম্পানি এর আগে প্রায় ৪০টি ক্রিপটোকারেন্সি মাইনিং অ্যাপকে চিহ্নিত করেছিল।

এই ৪০টি অ্যাপ অনুমতি ছাড়াই ব্যক্তিগত তথ্য ছড়িয়ে দিচ্ছিল। এছাড়াও ক্রিপটোকারেন্সি চুরি করার অভিযোগও উঠেছিল এই অ্যাপ গুলির বিরুদ্ধে।

এই সাতটি অ্যাপ ফোনে থাকলে ফেসবুকের গোপনীয়তা নিয়ে সন্দেহ থেকেই যাবে।

ডেলি ফিটনেস ওএল অ্যাপটি থেকে শরীরচর্চা সংক্রান্ত তথ্য পাওয়া যায়।
এনজয় ফোটো এডিটর অ্যাপে ছবি তুলে এডিট করার জন্য ব্যবহার হয়।
প্যানোরমা ক্যামেরা ব্যবহার করলে ফোন দিয়েই প্যানোরমা মোডে ছবি তোলা যায়।
ফোটো গেমিং পাজল একটি অনলাইন গেম অ্যাপ।
সোয়ার্ম ফোটোও একটি এডিটিং অ্যাপ যার মাধ্যমে বিভিন্ন ছবির কোলাজ তৈরি করা যায়।
বিজনেস মেটা ম্যানেজার অ্যাপটি ফেসবুকের বিজনেস প্রোফাইলগুলি ম্যানেজ করতে ব্যবহার করা হয়।
ক্রিপটোমাইনিং ফার্ম ইয়োর ওন কয়েন ক্রিপটোকারেন্সি লেনদেনের জন্য ব্যবহার করা হয়।

সাইবার নিরাপত্তা উপদেষ্টাদের মতে, এই সাতটি অ্যাপ ডাউনলোড করা থাকলে অবিলম্বে তা আনইনস্টল করতে হবে। আপাতত গুগল প্লে-স্টোর (Google Play Store) থেকে সরিয়ে দেওয়া হয়েছে এই অ্যাপগুলি। কিন্তু যাঁদের ফোনে ইতিমধ্যেই ইনস্টল করা হয়েছে এই অ্যাপ, তাঁদের ব্যক্তিগত তথ্য ছড়িয়ে গিয়েছে নেটদুনিয়ায়।

news24bd.tv/আলী