রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে একটি খোলা চিঠি পাঠিয়েছেন তিনবার ব্রাজিলের হয়ে বিশ্বকাপজয়ী কিংবদন্তি ফুটবলার পেলে। চিঠিতে ইউক্রেনে রাশিয়ার আক্রমণ বন্ধ করার আহ্বান জানান তিনি। খবর রয়টার্সের।
বিশ্বকাপ বাছাঁইপর্বের প্লে অফ ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হয়েছিলো ইউক্রেন।
পুতিনের উদ্দেশে করা ইনস্টাগ্রাম পোস্টে পেলে বলেন, আমি আজকের খেলাটিকে অনুরোধ করার একটি সুযোগ হিসেবে ব্যবহার করতে চাই। এই হামলা বন্ধ করুন।
ইউক্রেনের বিরুদ্ধে চলমান এই সংঘাতকে অন্যায় ও অযৌক্তিক উল্লেখ করে পেলে আরও বলেছেন- এই সংঘাত ভয়, আতঙ্ক ও যন্ত্রণা ছাড়া কিছুই বয়ে আনছে না।
প্রসঙ্গত, বিশ্বকাপ বাছাই পর্বের প্লে অফ ম্যাচে স্কটল্যান্ডকে ৩-১ গোলে হারিয়েছে ইউক্রেন। এই জয়ের ফলে কাতার বিশ্বকাপের টিকিট পাওয়ার রেসে টিকে থাকলো যুদ্ধবিধ্বস্ত দেশটি।
news24bd.tv/আলী