আজও চালের বাজারে অভিযান, লক্ষাধিক টাকা জরিমানা 

প্রতীকী ছবি

আজও চালের বাজারে অভিযান, লক্ষাধিক টাকা জরিমানা 

মাসুদা লাবনী

আজও রাজধানীর বিভিন্ন বাজারে চালের দাম নিয়ে অভিযান চালাচ্ছে জাতীয় ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর।  ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযানে আসার খবরে পালিয়েছেন চাল অনেক ব্যবসায়ীরা।

আজ শুক্রবার সকালে মোহাম্মদপুর কৃষি মার্কেটে চালের পাইকারি বাজারে অভিযান শুরু করে ভোক্তা অধিদপ্তর।  

ভোক্তা অধিদপ্তর জানায়, বেশিরভাগ দোকানে মূল্যতালিকা নেই, চাল কেনার রশিদ নেই, নেই ভাওচার।

এমন অভিযোগে কয়েকটি প্রতিষ্ঠানে লক্ষাধিক টাকা জরিমানা করা হয়েছে।

তারা জানায়, এছাড়া মিল মালিক ও আড়তে অভিযানের ফলে প্রমাণ মিলেছে পরস্পরের যোগসাজসে চালের দাম বেড়েছে।

যেসব ব্যবসায়ীরা পালিয়েছে তাদের বিষয়ে ভোক্তা অধিদপ্তর জানায়, তাদের দিয়েই শুরু হবে আগামীতে অভিযান। গুরুতর অভিযোগ পেলে নিয়মিত মামলা ও লাইসেন্স বাতিল করা হবে।

এদিকে আড়তদাররা বলেন, মিলে দাম বাড়ানোর কারণে তারা বেশি দামে বিক্রি করছেন। আর ক্রেতারা বলেন, সপ্তাহের ব্যবধানে কেজিতে চালের দাম বেড়েছে ৪ থেকে ৫ টাকা।

news24bd.tv/রিমু