যুক্তরাষ্ট্রে গির্জার বাইরে গুলি, অস্ত্রধারীসহ নিহত ৩

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রে গির্জার বাইরে গুলি, অস্ত্রধারীসহ নিহত ৩

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রে স্কুল, হাসপাতালের পর এবার গোরস্থান এবং গির্জার বাইরে ঘটলো বন্দুক হামলার ঘটনা। আইওয়া রাজ্যে একটি গির্জার বাইরে গুলি চালিয়ে দুই নারীকে হত্যার পর এক অস্ত্রধারী নিজে আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার উইসকনসিনের একটি গোরস্থানে শেষকৃত্যের অনুষ্ঠান চলাকালীন বন্দুকধারীর গুলিতে আহত হয়েছেন অন্তত ৫ জন।

ওই ঘটনার কিছু সময় আগেই এক ভাষণে প্রেসিডেন্ট জো বাইডেন একের পর এক বন্দুক হামলার ঘটনায় হতাশা প্রকাশ করেন।

গত কয়েক দিনে নিউ ইয়র্কের বাফেলো, টেক্সাসের উভালদে এবং ওকলাহোমার তুলসায় নির্বিচার গুলি চালানোর ঘটনা ঘটেছে।

স্থানীয় কর্মকর্তা নিকোলাস লেনি জানান, আইওয়ায় গুলি চালানোর ঘটনাটি ঘটে কর্নারস্টোন চার্চের বাইরে। এইমস শহরের এই চার্চের ভেতরে অনুষ্ঠান চলার মধ্যে এই ঘটনা ঘটে। কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে তিনজনকেই মৃত অবস্থায় দেখতে পান।

এই ঘটনার লেনি কারো পরিচয় নিশ্চিত করতে পারেননি। তিনি জানান, তার ধারণা, একজন বন্দুকধারী এই ঘটনা ঘটিয়েছে। সূত্র : রয়টার্স

news24bd.tv/রিমু