উত্তর কোরিয়ার গোপন প্রস্তুতিতে সতর্ক মার্কিন জোট

সংগৃহীত ছবি

উত্তর কোরিয়ার গোপন প্রস্তুতিতে সতর্ক মার্কিন জোট

অনলাইন ডেস্ক

উত্তর কোরিয়াতে একটি সম্ভাব্য পারমাণবিক  বোমার বিস্ফোরণের পরীক্ষার গোপন খবরে সতর্ক অবস্থান নিয়েছে ইন্দো প্যাসিফিক মার্কিন মিত্ররা। শুক্রবার (৩ জুন) সিউলে, দক্ষিণ কোরিয়া এবং জাপানের সাথে এক ত্রিপক্ষীয় বৈঠকের পর এ তথ্য জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সাং কিম। খবর এপি।

ত্রিপক্ষীয় বৈঠকে এক বক্তব্যে মার্কিন মিত্রজোট ‘সকল পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছে’ বলে নিশ্চিত করেছেন সাং কিম।

 

দক্ষিণ কোরিয়া এবং মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, উত্তর কোরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় পরীক্ষাকেন্দ্রকে আবারও পারমাণবিক পরীক্ষার জন্য প্রস্তুতি শনাক্ত করা হয়েছে। তাদের গোয়েন্দা তথ্য অনুযায়ী পরীক্ষা কেন্দ্রে একটি থার্মোনিউক্লিয়ার বোমার বিস্ফোরণ ঘটেছে।

উল্লেখ্য, এটি ২০১৭ সালে শেষ পারমাণবিক বিস্ফোরণ পরীক্ষা চালিয়েছিল উত্তর কোরিয়া। ২০০৬ সাল থেকে এ পর্যন্ত অন্তত ছয়টি পারমাণবিক বিস্ফোরণ পরীক্ষা চালিয়েছে পিয়ংইয়ং।

এমতাবস্থায় অঞ্চলটির দুই মার্কিন মিত্র দেশের সাথে বৈঠকে সকল ধরণের প্রস্তুতির আহ্বান জানিয়েছেন কিম।  

তিনি বলেন, আমাদের সামরিক ভঙ্গিতে স্বল্প- এবং দীর্ঘমেয়াদী উভয় ধরনের সমন্বয় করতে হবে। উ.কোরিয়ার যে কোনো উসকানির বিপরীতে সুরক্ষার জন্য প্রতিরক্ষা ও প্রতিরোধ উভয়কে শক্তিশালী করা প্রয়োজনীয়। উত্তর কোরিয়া চলতি বছর ১৭টি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। এর মধ্যে আন্তমহাদেশীয় ক্ষেপনাস্ত্রও রয়েছে।

news24bd.tv/আলী