দেশে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু নেই, শনাক্ত ২৯

প্রতীকী ছবি

দেশে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু নেই, শনাক্ত ২৯

অনলাইন ডেস্ক

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কেউ যায়নি। তবে এ সময়ে ২৯ জনের দেহে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। ফলে দেশে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ১৯ লাখ ৫৩ হাজার ৫৯২ জন।

আজ শুক্রবার (৩ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

শনাক্তের হার শূন্য দশমিক ৬ শতাংশ বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৯৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৩ হাজার ৫৮০ জন। এ সময় ৪ হাজার ৭৮৭টি নমুনা সংগ্রহ করা হয়।

পরীক্ষা করা হয় ৪ হাজার ৮২৯টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৬ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৮২ শতাংশ।

news24bd.tv/কামরুল