লরি চাপায় অটোরিকশার চালক ও যাত্রীসহ নিহত ৫

প্রতীকী ছবি

লরি চাপায় অটোরিকশার চালক ও যাত্রীসহ নিহত ৫

অনলাইন ডেস্ক

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে লরির নিচে চাপা পড়ে সিএনজিচালিত অটোরিকশার চালক ও যাত্রীসহ পাঁচজন নিহত হয়েছে। বৃহস্পতিবার রাতে ঢাকা-মাওয়া মহাসড়কের তেঘরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- অটোরিকশার চালক মো. তমাল আহমেদ এবং যাত্রী জোনায়েদ হোসেন জিহাদ, নাহিদ হোসেন ফাহিম, মো. সামাদ হোসেন ও মো. জনি মিয়া।

এ ঘটনায় মো. আহাদ আহমেদ নামে অটোরিকশার আরেক যাত্রী গুরুতর আহত হয়েছে।

তাকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নারায়ণগঞ্জ জোনের হাইওয়ে অতিরিক্ত পুলিশ সুপার অমৃত সূত্রধর জানান, লরিটি ঢাকা-মাওয়া সড়কের তেঘরিয়া স্ট্যান্ড থেকে বামে বাঁক নেওয়ার সময় দ্রুতগামী অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে লরির নিচে চলে যায়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। এ সময় আশপাশের লোকজন জনি মিয়া ও আহাদ আহমেদকে উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

চিকিৎসাধীন অবস্থায় জনি মিয়া মারা যায়। ঘটনার পরপরই লরির চালক ও হেলপার পালিয়ে গেছে। লরিটি জব্দ করা হয়েছে।

news24bd.tv/কামরুল

এই রকম আরও টপিক