ময়মনসিংহের ধোবাউড়ায় ষাটোর্ধ্ব বৃদ্ধাকে ধর্ষণের ঘটনায় আবু হানিফ (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-১৪। শুক্রবার ভোরে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। ধর্ষক হানিফ হালুয়াঘাট উপজেলার পোড়াকান্দলিয়া ইউনিয়নের রাউতি মাইজপাড়া এলাকার মৃত আব্দুর রহিম খা'র ছেলে।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-১৪'র কোম্পানী অধিনায়ক মেজর আখের মুহম্মদ জয় উল্লেখ করেন, ওই বৃদ্ধার স্বামী বেশ কয়েক বছর আগে মারা গেছেন।
রাত আড়াইটার দিকে আবু হানিফ জবরদস্তি করে ওই বৃদ্ধাকে ঘর থেকে বাহিরে নিয়ে এসে ধর্ষণ করে। পরে নির্যাতিত ওই বৃদ্ধা গত ২৯ মে সংশ্লিষ্ট থানায় ধর্ষণ মামলা করেন।
news24bd.tv/কামরুল