চট্টগ্রামে ঝাড়ফুঁক করে জিন তাড়ানোর নামে দশম শ্রেণির এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে সদরঘাট থানার দারোগাহাট রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
অভিযুক্ত যুবক আশিকুল ইসলাম বাঁশখালী থানার সরলবাজার এলাকার হাবীবুল আলমের ছেলে এবং দারোগাহাট নসু মালুম মসজিদের মুয়াজ্জিন।
পুলিশ জানায়, ওই স্কুলছাত্রী তিন মাস ধরে অসুস্থ।
সদরঘাট থানার ওসি খায়রুল ইসলাম জানান, ঝাড়ফুঁকের এক পর্যায়ে আশিকুল বলে, জিন তাড়াতে হলে মেয়েটিকে একা রাখতে হবে। সবাইকে বের করে দিয়ে ঘরের দরজা-জানালা বন্ধ করে মেয়েটির ওপর যৌন নিপীড়ন চালায় সে। বিষয়টি বুঝতে পেরে মেয়ের বাবা স্থানীয়দের সহায়তায় তাকে আটকে রেখে পুলিশে খবর দেন। তার বিরুদ্ধে মেয়েটির বাবা বাদী হয়ে মামলা করেছেন।
news24bd.tv/কামরুল