জার্মানিতে ট্রেন লাইনচ্যুতে হয়ে চারজনের মৃত্যু হয়েছে। এ সময় আরো ৩০ জন আহত হয়েছে। তাদের মধ্যে ১৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জার্মানির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশ ব্যাভারিয়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত চারজন ট্রেনের যাত্রী ছিলেন। এখন পর্যন্ত নিহতদের পরিচয় প্রকাশ করেনি পুলিশ।
ব্যাভারিয়া পুলিশ জানায়, গারমিশ-পারটেনকিরশেন জেলার একটি পাহাড়ি এলাকায় লাইনচ্যুত হওয়ার সময় ট্রেনটিতে ৬০ জন যাত্রী ছিল।
তাদের বেশিরভাগই শিক্ষার্থী।
জার্মানির সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ছবি ছড়িয়ে পড়েছে। সেসব ছবিতে দেখা যায়, দ্বিতল ট্রেনের কয়েকটি বগি গাছের ডালপালার সঙ্গে আটকে আছে এবং একটি বেড়িবাঁধের নিচে গড়িয়ে পড়ার অবস্থায় রয়েছে।
ওই এলাকায় এখনো উদ্ধার অভিযান চলছে। দুর্ঘটনার পর থেকে ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
সূত্র: আল-জাজিরা, রয়টার্স
news24bd.tv/রিমু