আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টরকে আমন্ত্রণ জানাবেন। এছাড়া সেতুর বিরোধিতাকারী সবাইকেই আমন্ত্রণ জানানো হবে বলেও তিনি জানান।
আজ শনিবার বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক আয়োজিত নারী গাড়ি চালকদের প্রশিক্ষণ পরবর্তী সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা জানান সেতুমন্ত্রী।
সেতুমন্ত্রী বলেন, আইনি জটিলতা না থাকলে পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকেও আমন্ত্রণ জানানো হবে।
পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ব ব্যাংক দাওয়াত পাবে বলেও জানান সেতুমন্ত্রী।
ওবায়দুল কাদের বলেন, সড়ক, মহাসড়ক এবং উড়াল সেতু নির্মানের পাশাপাশি সেখানে নিরাপদ যান চলাচলও নিশ্চিত করতে হবে।
সরকারি চাকরিতে নারী গাড়িচালকদের নিয়োগ বাড়াতে উদ্যোগ নেয়া হবে বলেও জানান তিনি।
ওবায়দুল কাদের আরও বলেন, নারী গাড়ি চালকরা নিয়ম মেনে ঠান্ডা মাথায় গাড়ি চালান। একারণে দুর্ঘটনা কম হয়।
news24bd.tv/রিমু