জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের এজাহারভূক্ত আসামি গ্রেফতার
জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের এজাহারভূক্ত আসামি গ্রেফতার

জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের এজাহারভূক্ত আসামি গ্রেফতার

জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের এজাহারভূক্ত আসামি গ্রেফতার

মাসুদা লাবনী

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন 'আনসার আল ইসলাম' এর একজন এজাহারভূক্ত আসামিকে গ্রেফতার করেছে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ) এর একটি চৌকস দল।

আজ শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে খুলনা জেলার কয়রা থানাধীন শেখপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামির হলেন, ইয়াছির আরাফাত। সে বর্তমানে লায়ন্স স্কুল এন্ড কলেজ, খুলনার একাদ্বশ শ্রেণীর একজন ছাত্র।

গ্রেফতারকালে এন্টি টেররিজম ইউনিট তার থেকে থেকে ১টি এন্ড্রয়েড মোবাইল সেট ও ২ টি সিমকার্ড জব্দ করে।  

এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতারকৃত ইয়াছির আরাফাতসহ তার অন্যান্য সহযোগীরা অনলাইনে জঙ্গীবাদ প্রচরণাসহ রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশে তথাকথিত খিলাফত রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিল। আসামি ও তার সহযোগীরা সাধারণ মানুষের মধ্যে উগ্রবাদী মতাদর্শ প্রচার ও আতংক সৃষ্টির মাধ্যমে দেশের আইন-শৃংঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নাশকতার জন্য পরিকল্পনা, প্রশিক্ষণ ও প্রস্তুতি নেয়ার জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার করে বিভিন্ন সিকিউরড গ্রুপ খুলে নিজেদের মধ্যে চ্যাটিং চালিয়ে যাচ্ছিল। এছাড়াও উগ্রবাদী বিভিন্ন বই অনলাইনে পোস্ট করে আগ্রহীদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষাসহ তাদের উগ্রবাদের দিকে আহবান করে আসছিল।

 

এতে আরও বলা হয়, গ্রেফতারকৃত ইয়াছির আরাফাতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।  

news24bd.tv/রিমু