ঢাকা থেকে বিশেষ মেডিক্যাল টিম যাচ্ছে চট্রগ্রাম

সংগৃহীত ছবি

ঢাকা থেকে বিশেষ মেডিক্যাল টিম যাচ্ছে চট্রগ্রাম

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকান্ডে আহতদের চিকিৎসা সেবা দিতে শিগগিরিই ঢাকা থেকে একটি বিশেষ মেডিক্যাল টিম চট্রগ্রাম যাচ্ছে। জানা গেছে, শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেনকে সেই টিমের প্রধান করা হয়েছে।  

সামন্তলাল সেন জানান, আগামীকাল সোমবার আরো একটি টিম চট্টগ্রামে যাবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই তারা চট্রগ্রামে যাচ্ছেন এবং প্রধানমন্ত্রী ঘটনার সার্বক্ষণিক খোঁজ খবর রাখছেন।

চিকিৎসার যেনো কোনো রকম ত্রুটি না হয়, সে বিষয়ে খেয়াল রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।  

ডা. সামন্ত লাল সেন বলেন, আহতদের দগ্ধের পরিমাণ কম হলেও কেউ শঙ্কামুক্ত নন। তবে রোগীদের যা কিছু প্রয়োজন, সবকিছু প্রস্তুত আছে। চিকিৎসায় কোনো রকম গাফিলতি করা হবে না।

 ঘটনার পর থেকে চট্টগ্রামের চিকিৎসকরা আমার সঙ্গে যোগাযোগ রাখছেন। আমিও তাদের সঙ্গে যোগাযোগ রাখছি।

ডা. সামন্ত লাল সেন আরও বলেন, প্রাথমিক ট্রিটমেন্ট দেয়ার মতো যথেষ্ট সক্ষমতা তাদের আছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আরও চিকিৎসক হতাহতদের চিকিৎসায় যুক্ত হয়েছেন।  

news24bd.tv/desk