চট্টগ্রামের সব চিকিৎসকের ছুটি বাতিল

চট্টগ্রামের সব চিকিৎসকের ছুটি বাতিল

অনলাইন ডেস্ক

সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে অগ্নিকান্ডের ঘটনায় চট্টগ্রামের সব চিকিৎসকের ছুটি বাতিল করা হয়েছে। চট্টগ্রাম সিভিল সার্জনের কার্যালয় থেকে নির্দেশনা দেয়া হয়েছে, সব চিকিৎসক যেন হাসপাতালে যোগ দেয়।  

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে আগুনের ঘটনার কারণে এমন নির্দেশ দেওয়া হয়েছে। এর পাশাপাশি স্থানীয় বেসরকারি হাসপাতালেও দগ্ধদের চিকিৎসা সেবা দিতে বলা হয়েছে।

পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এটা বলবৎ থাকবে।  

সর্বশেষ জানা গেছে, এই অগ্নিকান্ডের ঘটনায় ৪৩ জন মারা গেছে।   নিহতদের মধ্যে ৫ জন ফায়ার সার্ভিস কর্মী। ১০ জন পুলিশ সদস্যও সহ আগেুনে দগ্ধ হয়েছেন অন্তত সাড়ে চার শতাধিক মানুষ।

তাদেরকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল, নগরীর পার্ক ভিউ হাসপাতাল, শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট সহ দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কনটেইনার ডিপোটিতে এখনও কিছুক্ষণ পরপর বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। এরমধ্যে পাঁচ কিলোমিটার দূরেও বিস্ফোরণের কম্পন অনুভূত হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

news24bd.tv/desk