চট্টগ্রামের সীতাকুণ্ডে কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরেণের ঘটনায় গুরুতর আহত দশ জনকে হেলিকপ্টারযোগে ঢাকায় শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে আনা হচ্ছে। এর মধ্যে কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মী গাউসুল আজম ও সীতাকুণ্ডু স্টেশনের রবিউলকে ঢাকায় নিয়ে আসা হচ্ছে। গাউসুলের শরীরের ৮০ শতাংশ এবং রবিউলের ৫০ শতাংশ দগ্ধ হয়েছে। আজ রবিবার দুপুর পৌণে ১টার দিকে ফায়ার সার্ভিসের মিডিয়া সেল এ তথ্য জানিয়েছে।
মিডিয়া সেলের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. শাজাহান শিকদার বলেন, 'সাম্প্রতিক ইতিহাসে কোনো দুর্ঘটনায় এতজন অগ্নিনির্বাপক কর্মী একসঙ্গে মারা যাননি। ' তিনি জানান, গুরুতর আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছেন আরও ১৫ জন অগ্নিনির্বাপক কর্মী। আগুন নেভানোর চেষ্টা করার সময় অগ্নিনির্বাপক কর্মীরা একটি কন্টেইনারের কাছাকাছি থাকা অবস্থায় সেটি বিস্ফোরিত হয়। কন্টেইনারে রাসায়নিক পদার্থ থাকার বিষয়ে ফায়ার সার্ভিসকে অবহিত করা হয়নি।
গতকাল রাত সাড়ে ৯টায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি চট্টগ্রামের সীতাকুণ্ডের শীতলপুরের কনটেইনার ডিপোতে লাগা আগুন।
news24bd.tv/desk