কারাগারে নিজ খরচে এসি-টিভি পাচ্ছেন নওয়াজ

কারাগারে নিজ খরচে এসি-টিভি পাচ্ছেন নওয়াজ

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

রাওয়ালপিন্ডির উচ্চ-নিরাপত্তা ব্যবস্থা সম্পন্ন আদিয়ালা কারাগারে প্রথম রাত কাটালেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও তার মেয়ে মরিয়ম নওয়াজ। ‘বি’ ক্লাস সুবিধাযুক্ত বরাদ্দকৃত কারাকাষ্ঠে শীতাতপ নিয়ন্ত্রক (এসি), টেলিভিশন, বিছানা ও ফ্যান পেয়েছেন তারা।

পাকিস্তানের কারাগারে ‘বি’ ক্লাস বন্দিরা অন্য সাধারণ বন্দিদের চেয়ে একটু বেশি সুযোগ-সুবিধা পান। নওয়াজ ও মরিয়মের ক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটেনি।

কারাকাষ্ঠে এসি এবং টেলিভিশনের ব্যয় বহন করতে তাদের।

দুর্নীতির মাধ্যমে লন্ডনে বিলাসবহুল চারটি ফ্ল্যাট কেনার দায়ে ৬৮ বছর বয়সী নওয়াজ ও ৪৪ বছরের মরিয়ম নওয়াজকে শুক্রবার গ্রেপ্তার করা হয়। দুর্নীতির দায়ে আদালতের ঘোষিত ১০ বছরের দণ্ড মাথায় নিয়ে শুক্রবার লন্ডন থেকে লাহোরে ফিরেন তারা। সংযুক্ত আরব আমিরাতের আবু ধাবি হয়ে লাহোরে ফেরার সঙ্গে সঙ্গে তাদের গ্রেপ্তার করেন আইন-শৃঙ্খলাবাহিনীর সদস্যরা।

বিশেষ বিমানের করে সাবেক এই প্রধানমন্ত্রী ও তার মেয়েকে লাহোর থেকে ইসলামাবাদে নেয়া হয়। পরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা পুলিশি গাড়িবহরের মাধ্যমে সেখান থেকে পৃথক গাড়িতে করে নেয়া হয় আদিয়ালা কারাগারে।


সূত্র : পিটিআই, দ্য নিউজ, ডন।


(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

 

 

সম্পর্কিত খবর