পা হারানো পুলিশ সদস্যের সফল অস্ত্রোপচার

সংগৃহীত ছবি

 

পা হারানো পুলিশ সদস্যের সফল অস্ত্রোপচার

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পা হারানো পুলিশ সদস্য রাঙামাটির সন্তান তুহিন হোসেনের (২৭) পায়ে সফল অস্ত্রোপচার হয়েছে। ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করার পর রোববার (৫ জুন) এ অস্ত্রোপচার হয়।

বিষয়টি নিশ্চিত করে তুহিন হোসেনের বাবা মো. লোকমান হোসেন জানান, তুহিন এখন মোটামুটি ভালো আছে। ঢাকার পঙ্গু হাসপাতালের চিকিৎসকরা তার পায়ের পাতাসহ গোড়ালি পর্যন্ত কেটে ফেলে দিয়েছেন।

আমার ছেলেটা সারাজীবনের জন্য পঙ্গু হয়ে গেল।

জানা যায়, শনিবার (৪ জুন) রাতে সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডের ঘটনায় তুহিন সেখানে দায়িত্বরত ছিলেন। সে সময় বিস্ফোরণের ঘটনায় পা হারান তিনি। তার পায়ের গোড়ালি থেকে পাতা বিচ্ছিন্ন হয়ে যায়।

পরে তাকে চট্টগ্রাম মেডিকেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। সেখানে অস্ত্রোপচাররে মাধ্যমে তার ডান পায়ের পাতাসহ গোড়ালি কেটে ফেলা হয়। অস্ত্রোপচারের পর বাকি অংশ রক্ষা করা হয়। আহত তুহিন হোসেন এখন শঙ্কামুক্ত রয়েছেন।

তুহিন রাঙামাটি সরকারি উচ্চবিদ্যালয়ের ২০১২ ব্যাচের শিক্ষার্থী। শহরের পুলিশ হাসপাতালের পাশে বসবাসকারী মো. লোকমান হোসেনের ছেলে তিনি। তিন ভাই-বোনের মধ্যে তিনি বড়।
 
news24bd.tv/desk