ফেসবুকে পদ্মা-মেঘনা বিভাগ হওয়ার গুজব

সংগৃহীত ছবি

ফেসবুকে পদ্মা-মেঘনা বিভাগ হওয়ার গুজব

অনলাইন ডেস্ক

দেশে নতুন দুটি বিভাগ গঠনের প্রক্রিয়া আটকে আছে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) বৈঠকের অপেক্ষায়। পদ্মা ও মেঘনা নামে নতুন দুটি বিভাগ গঠনের তথ্য সঠিক নয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হওয়া এ সংক্রান্ত খবর কেবলই গুজব।

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. জিল্লুর রহমান চৌধুরী রোববার বলেছেন, এখন পর্যন্ত নতুন করে কোনো বিভাগ গঠনের গেজেট হয়নি।

নতুন বিভাগ হয়েছে বলে যে প্রচারণা চলছে সেটি গুজব।

নিকারের বৈঠকে বিভাগ অনুমোদনের পর এ বিষয়ে গেজেট জারি হলেই কেবল দুটি বিভাগ গঠনের বিষয়টি চূড়ান্ত হবে।

নিকারের সবশেষ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল গত ২ জুন। বৈঠকের নির্ধারিত সূচিতে ‘পদ্মা’ ও ‘মেঘনা’ নামে দুটি বিভাগ গঠনের প্রস্তাব ছিল।

পরে বৈঠকটি স্থগিত করা হয়।

সরকারের ঘোষণা অনুযায়ী বৃহত্তর ফরিদপুরের পাঁচটি জেলা নিয়ে ‘পদ্মা’ এবং বৃহত্তর কুমিল্লার তিনটি ও বৃহত্তর নোয়াখালীর তিনটি করে মোট ছয়টি জেলা নিয়ে হবে ‘মেঘনা’ বিভাগ। নতুন আরও দুটি বিভাগ হলে দেশে বিভাগের সংখ্যা দাঁড়াবে ১০টিতে।

নিকারে আহ্বায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও ১১ জন মন্ত্রী-প্রতিমন্ত্রী রয়েছেন। এছাড়াও আছেন মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবং বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ১১ জন সচিব ও সচিব পদমর্যাদার কর্মকর্তা।

news24bd.tv/আলী