লংগদু সেনা মৈত্রী বিদ্যানিকেতনে বিদায় সংবর্ধনা

লংগদু সেনা মৈত্রী বিদ্যানিকেতনে বিদায় সংবর্ধনা

ফাতেমা জান্নাত মুমু, রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটির লংগদু উপজেলা সেনা মৈত্রী বিদ্যানিকেতন জোন কমান্ডের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে প্রতিষ্ঠানটির উদ্যোগে আয়োজিত বিদায় সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন, জোন কমান্ডার লে. কর্ণেল আ. আলীম চৌধূরী, এস জিপি, পিএসসি।

আরও উপস্থিত ছিলেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মো. জানে আলম, লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেন, লংগদু থানার ওসি তদন্ত মো. মহিবুল ইসলাম ও এস আই দুলাল, সেনা মৈত্রী বিদ্যানিকেতন প্রধান শিক্ষক স্বপন চাকমা, লংগদু উপজেলা জনসংহতি সমিতির সাধারণ সম্পাদক মনি শংকর চাকমা ও বিদ্যালয় পরিচালনা কমিটি সদস্য এম এ হালিম।

বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে লংগদু জোন কমান্ডার লে. কর্ণেল আ. আলীম চৌধূরী বলেন, সেনা মৈত্রী বিদ্যানিকেতন এ অঞ্চলে শিক্ষার্থীদের ভবিষ্যৎ।

এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একদিন দেশ-বিদেশে এ অঞ্চলের প্রতিনিধিত্ব করবে।  

তিনি বলেন, আমরা যথেষ্ট চেষ্টা করেছি। সেনা মৈত্রী বিদ্যানিকেতনে উন্নত শিক্ষা ব্যবস্থা চালু করতে। তা সফলও হয়েছে স্থানীয়দের সহযোগীতায়।

তাই এ শিক্ষা প্রতিষ্ঠানের মান ধরে রাখতে আপনাদের দায়িত্ব দিয়ে গেলাম।

পরে লংগদু জোন কমান্ডার লে. কর্ণেল আ. আলীম চৌধূরী সেনা মৈত্রী বিদ্যানিকেতন শিক্ষার্থীদের জন্য একটি অটোরিক্সা প্রদান করেন।