মেসির গোল উৎসব, টানা ৩৩ ম্যাচ অপরাজিত আর্জেন্টিনা

সংগৃহীত ছবি

মেসির গোল উৎসব, টানা ৩৩ ম্যাচ অপরাজিত আর্জেন্টিনা

ডেস্ক নিউজ

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে লিওনেল মেসির হ্যাটট্রিকসহ ৫ গোলে এস্তোনিয়াকে ৫-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। এই জয়ে টানা ৩৩ ম্যাচ অপরাজিত থাকলো আলবেসেস্তারা। উয়েফা নেশন্স লিগে ক্রিশ্চিয়ানো রোনালদোর জোড়া গোলে আসরে নিজেদের প্রথম জয়ে পেয়েছে পর্তুগালও। সুইজারল্যান্ডকে তারা হারিয়েছে ৪-০ গোলে।

আর যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনকে ১-০ গোলে হারিয়ে ৬৪ বছর পর ফুটবল বিশ্বকাপের টিকিট কেটেছে গ্যারেথ বেলের ওয়েলস।  

চমৎকার এক স্বপ্নের রাত কাটলো ফুটবল প্রেমীদের। যেই রাতে কোনো ভক্ত আফসোস করেনি, করেনি হতাশ কোনো তারকা মাঠের  ফুটবলে। যেমনটা, গেল ম্যাচে আর্জেন্টিনার কথাই ধরা যাক।

ইতালির বিপক্ষে কি করেননি মেসি। দলকে ফাইনালিসিমোর শিরোপাও জিতিয়েছেন তবে পারেননি শুধু গোল করতে।

এবার সেই ক্ষতে দিয়েছেন প্রলেপ এলএমটেন। প্রীতি ম্যাচে এস্তোনিয়াকে হারিয়েছে আর্জেন্টিনা। জিতেছে ৫-০ গোলের ব্যবধানে। আর সেই ৫ গোলের সবকটি এসেছে লিওনেল মেসির পা থেকে।

দেশের হয়ে পূর্ণ করেন ৮৬তম গোল। আন্তর্জাতিক ফুটবলে এখন তার চেয়ে বেশি গোল আছে কেবল তিন জনের; ক্রিস্টিয়ানো রোনালদো, আলি দাই ও মোখতার দাহারির। এই নিয়ে রেকর্ড ৩৩ ম্যাচ অপরাজিত রইলো লিওনেল স্কালোনির দল।

মেসির ৫ গোলের ম্যাচে হতাশ করেননি ক্রিশ্চিয়ানো রোনালদোও। উয়েফা নেশন্স লিগে অধিনায়কের নৈপুণ্যে সুইজারল্যান্ডকে গুঁড়িয়ে দিয়ে উয়েফা নেশন্স লিগের চলতি আসরে প্রথম জয়ের দেখা পেল পর্তুগাল। দল জিতেছে ৪-০ গোলের ব্যবধানে।

পাঁচবারের বর্ষসেরা সিআরসেভেনের জাতীয় দলের হয়ে গোল সংখ্যা দাঁড়ালো ১১৭টিতে। লিসবনে এই জয়ের রাতে অন্য দুই গোলদাতা উইলিয়াম কারবাইয়ো ও জোয়াও কানসেলো।

গত সপ্তাহের আসরে প্রথম ম্যাচে স্পেনের বিপক্ষে ১-১ ড্র করেছিল পর্তুগাল।

এদিকে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ইউক্রেইনের স্বপ্ন ভেঙে ৬৪ বছর পর বিশ্বকাপে পা রেখেছে গ্যারেথ বেলের ওয়েলস। কার্ডিফে বাছাইয়ের প্লে-অফ ফাইনালে ১-০ গোলে জিতেছে তারা। আগে একবারই বিশ্বকাপে খেলেছে ওয়েলস। ১৯৫৮ সালে, কাতার বিশ্বকাপে ওয়েলস খেলবে ‘বি’ গ্রুপে। যেখানে তাদের তিন প্রতিপক্ষ ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র ও ইরান।

news24bd.tv/রিমু