যাদের নিয়ে মাঠে নামবে ব্রাজিল

সংগৃহীত ছবি

যাদের নিয়ে মাঠে নামবে ব্রাজিল

অনলাইন ডেস্ক

দুর্দান্ত ম্যাচ উপভোগ করে যাচ্ছেন ফুটবলপ্রেমীরা।  কদিন আগেই আর্জেন্টিনা-ইতালির ফিনালিসিমা দেখল বিশ্ব, এরপর দক্ষিণ কোরিয়াকে ব্রাজিলের নাস্তানাবুদ করাও দেখল।  নেইমারদের ফুটবলশৈলীর উপভোগের পর পরই রোববার রাতে মেসির ৫ গোল ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জোড়া গোলের কীর্তি দেখা হলো।  

একদিন না যেতেই ফের লাতিন আমেরিকার ছন্দময় ফুটবল ম্যাচ দেখার সুযোগ পাওয়া গেল।

 এবার ব্রাজিলের বিপক্ষে মাঠে নামবে দক্ষিণ এশিয়ার আরেকটি দল জাপান।  টোকিওর নিউ জাপান ন্যাশনাল স্টেডিয়াম বাংলাদেশ সময় আজ বিকেল ৪টা ২০ মিনিটে মাঠে গড়াবে এই ম্যাচ।

আপাতত র‌্যাংকিং কিংবা শক্তির বিবেচনায় ব্রাজিলই অনেক এগিয়ে জাপান থেকে। যে কারণে স্বাভাবিভভাবেই এই ম্যাচে ফেবারিট সেলেকাওরাই।

 তবে এশিয়ার অন্যতম শক্তি জাপান, সে কথাও জানা নেইমারদের।  দক্ষিণ কোরিয়াকে যেভাবে পাড়ার ফুটবলারদের মতো ৫-১ গোলে হারিয়েছে, তা হয়তো হবে না।

এশিয়া থেকে অন্যতম দেশ হিসেবে কাতার বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে জাপান। গত সপ্তাহেই আরেক লাতিন দেশ প্যারাগুয়েকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে জাপানিরা। সেজন্যই ঝুঁকি নিতে রাজি নন ব্রাজিল দলের কোচ তিতে।  

জাপানিজদের বিপক্ষে পূর্ণশক্তির একাদশ ঘোষণা করেছেন তিতে। একাদশে ফিরেছেন ভিনিসিয়াস জুনিয়র এবং গোলরক্ষক অ্যালিসন। থিয়াগো সিলভার জায়গায় রিয়াল মাদ্রিদের চ্যাম্পিয়ন্স লিগজয়ী সেন্টার ব্যাক এদের মিলিতাও সুযোগ পেয়েছেন।   পাকুয়েতা, কাসেমিরো, ফ্রেড, নেইমার সবাই আছেন শুরুর একাদশে।

জাপান একাদশ
গোনদা, ইতাকুরা, নাগাতোমো, নাকাইয়ামা, ইয়োশিদা, এন্দো, হারাগুচি, মিনামিনো, ইতো, তানাকা, ফুরুহাশি

ব্রাজিল একাদশ
অ্যালিসন, আরানা, মার্কউইনোস, মিলিতাও, দানি আলভেস, পাকুয়েতা, কাসেমিরো, ফ্রেড, নেইমার, ভিনিসিয়াস জুনিয়র, রাফিনহা

news24bd.tv/আলী