লক্ষ্মীপুরে অপহরণ মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড  

প্রতীকী ছবি

লক্ষ্মীপুরে অপহরণ মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড  

লক্ষ্মীপুর প্রতিনিধি :

লক্ষ্মীপুরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে যুবককে অপহরণের ঘটনার মামলায় মো.স্বপন নামের এক পলাতক আসামিকে যাবজ্জীবন সশ্রম করাদণ্ড দেয়া হয়েছে। একই সঙ্গে তার ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছর সশ্রম কারাদণ্ডের আদেশও দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত। আদালতের বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম সোমবার (০৬ জুন) এ রায় দেন।

লক্ষ্মীপুর জজকোর্টের পাবলিক প্রসেকিউটর (পিপি) জসীম উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, সদর উপজেলার আবির নগর গ্রামের বাসিন্দা অহীদুল হকের ছেলে মোহাম্মদ আলীকে চাকরি দিবে বলে দুই লাখ টাকা নেন প্রতিবেশী মৃত আব্দুর রবের ছেলে মো. স্বপন।

পরে চাকরি না দিয়ে টালবাহানা করতে থাকলে তার কাছ থেকে টাকাগুলো ফেরৎ চান আলীর পরিবার। পরে ২০১৩ সালের ১৩ মে তারিখে মো. আলীকে অপহরণ করা হয়। এখনো তার কোন হদিস মেলেনি।

 এ ঘটনায় তার স্ত্রী আফরোজা আক্তার নয়ন বাদী হয়ে থানায় মামলা করেন।

পরে পুলিশ তদন্ত শেষে ২০১৬ সালে ২৩ এপ্রিল মো. স্বপন ও মো. হেলাল নামে এ দু’জনের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করে। আদালত দীর্ঘ শুনানী শেষে স্বপনকে কারাদণ্ড প্রদান ও হেলালকে বেকসুর খালাস দেন। এর আগে আসামীদের গ্রেপ্তার করে কারাগারে পাঠালে স্বপন জামিনে বের হয়ে পালিয়ে যায়।

news24bd.tv/কামরুল