ভালুকায় ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত সর্দার নিহত

প্রতীকী ছবি

ভালুকায় ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত সর্দার নিহত

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ময়মনসিংহের ভালুকায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মুরাদ আকন্দ (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।

পুলিশের দাবি, নিহত মুরাদ আকন্দ ডাকাত দলের সর্দার। মুরাদ ভালুকা উপজেলার বগাজান গ্রামের শাহজাহান আকন্দের ছেলে। তার বিরুদ্ধে ডাকাতিসহ ৫টি মামলা রয়েছে।

শনিবার দিবাগত রাতে উপজেলার উথুরা ইউনিয়নের হাইজ্যাক মোড় এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে একটি রামদা, একটি চাপাতি ও একটি ছোরা উদ্ধার করা হয়েছে।

ভালুকা মডেল থানার ওসি ফিরোজ তালুকাদার জানান, ভরাডোবা-ঘাটাইল সড়কের উথুরা হাইজ্যাক মোড় ব্রিজে একটি ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে, এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ও এলোপাতাড়ি গুলি ছোড়ে।

এ সময় পুলিশও পাল্টা গুলি ছোড়ে।

একপর্যায়ে সহযোগীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলেই ডাকাত সর্দার মুরাদ আকন্দকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল (মমেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মুরাদ এলাকার শীর্ষ সন্ত্রাসী ও ডাকাত সর্দার। তার বিরুদ্ধে ভালুকা থানায় ডাকাতিসহ ৫টি মামলা রয়েছে। এ ছাড়া পার্শ্ববর্তী থানায়ও বেশ কয়েকটি মামলা রয়েছে বলে জানান ওসি।


(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

 

সম্পর্কিত খবর