চলতি বছর সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনাধীন ১২ বছরের নিচে শিশুরাও হজে যেতে পারবে। এক্ষেত্রে তাদের জন্য কোভিড-১৯ ভ্যাকসিনেরও প্রয়োজন হবে না। এর আগে প্রাণঘাতী করোনাভাইরাস মহামারির কারণে হজ যাত্রায় আগে বয়সসীমা উল্লেখ ছিলো। চলতি বছরের হজে যেতে সেটি আর থাকলো না।
বৃহস্পতিবার (৯ জুন) ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব আবুল কাশেম মুহাম্মদ শাহীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, হিজরি ১৪৪৩ বা ২০২২ সালের সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনাধীন ১২ বছরের নিচে হজযাত্রীদের পবিত্র হজ পালনের লক্ষ্যে সৌদি আরব যেতে কোভিড-১৯ ভ্যাকসিনের প্রয়োজন হবে না মর্মে অবহিত হওয়া গেছে। ভিসা প্রাপ্তি সাপেক্ষে ১২ বছরের কম বয়সী হজযাত্রীরা হজে যেতে পারবেন।
প্রজ্ঞাপনের এই অনুলিপি মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিপরিষদ সচিব, মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, সৌদি আরবের বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত, ঢাকাস্থ সৌদি দূতাবাসের রাষ্ট্রদূত, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে।
news24bd.tv/desk