সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেছেন, নির্বাচনে সেনাবাহিনীর কোন দরকার নেই, অতীত অভিজ্ঞতা বলে তারা কোন কাজে আসে না। আজ রোববার আগারগাঁও নির্বাচন কমিশন কার্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
নুরুল হুদা বলেন, নির্বাচনে যে পরিমাণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন হয়, এটা বিশ্বে বিরল। হাজার হাজার লোক বন্দুক হাতে যুদ্ধাবস্থার মতো দাঁড়িয়ে থাকে।
তিনি বলেন, আমার মনে হয় নির্বাচন পরিচালনায় সেনাবাহিনী কোনো কাজে আসে না। কারণ, বিগত নির্বাচনে আমরা তাদের এক্টিভিটিস দেখেছি। তাই সেনাবাহিনীকে নির্বাচনের সময় মাঠে নামানোর কোনো দরকার নেই।
তিনি আরও বলেন, পরিবেশের আলোকে প্রতিটি নির্বাচন কমিশন ভালো নির্বাচন করার চেষ্টা করেছে। নির্বাচনে ইভিএমের থাকলে, ব্যালট পেপার ছিনতাই হওয়ার সুযোগ থাকে না। বর্তমান কমিশনের নেতৃত্বে ভালো নির্বাচন সম্ভব, তবে সকলের সহযোগিতা দরকার।
প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে মতবিনিময় সভায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনার ও সচিবরা উপস্থিত ছিলেন।
news24bd.tv রিমু