আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি মিনিবাসে বোমা বিস্ফোরণে অন্তত ৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন।
ভয়েস অব অ্যামেরিকার খবরে বলা হয়, শহরের পূর্ব বাগরামি জেলায় বিস্ফোরণটি ঘটে। এখনো পর্যন্ত কোনো গোষ্ঠী বিস্ফোরণটির দায় স্বীকার করেনি।
দেশটির পুলিশের মুখপাত্র ফেরদৌস ফারামার্জ জানান, কাবুলের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শিয়া সম্প্রদায়ের একটি পাড়ার কাছে রাস্তায় এই বোমাটি বিস্ফোরিত হয়।
২০২১ সালের আগস্টে তালেবানরা দেশটির ক্ষমতায় আসার পর দেশটিতে হামলার সংখ্যা কমেছিল। । তবে গেল এপ্রিলের শেষের দিকে রমজানে বেশ কয়েকটি মারাত্মক বোমা হামলায় কয়েক ডজন মানুষের মৃত্যু হয়। বেশ কয়েকটি হামলার জন্য জঙ্গি গোষ্ঠী আইএসকে দায়ি করা হয়েছে।
সূত্র : ভয়েস অব অ্যামেরিকা, এনডিটিভি
news24bd.tv রিমু