ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্টস একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের চেয়ে ১০৯ রানে পিছিয়ে ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্ট একাদশ। তামিম ইকবালের দেড়শোর্ধ ইনিংসের পর এবাদত হোসেন নিয়েছেন ক্যারিবিয়ানদের ৩ উইকেট।
অ্যান্টিগার কুলিজ ক্রিকেট গ্রাউন্ডে ৬ উইকেটে ২৭৪ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করা বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করেছে স্কোরবোর্ডে ৭ উইকেটে ৩১০ রান তুলে।
আগের দিন ১৪০ রানে অপরাজিত থাকা তামিম ইকবাল এদিন অপরাজিত থাকেন ১৬২ রানে।
চন্দরপল ও সলোজানো দুই ওপেনার করেন ফিফটি। টেস্ট সিরিজের রিজার্ভে থাকা চন্দরপলকে বোল্ড করে ১০৯ রানের জুটি ভাঙেন রেজাউর রহমান রাজা। এরপর টেভিন ইমল্যাচ, আলিক এথেনাজে ও রোস্টন চেইসের উইকেট নেন এবাদত।
news24bd.tv রিমু