গোপালগঞ্জে গাড়ি চাপায় বৃদ্ধা নিহত
গোপালগঞ্জে গাড়ি চাপায় বৃদ্ধা নিহত

প্রতীকী ছবি

গোপালগঞ্জে গাড়ি চাপায় বৃদ্ধা নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের কাশিয়ানীতে আম কুড়াতে গিয়ে গাড়ি চাপায় হামিদা বেগম (৮৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। আজ রোববার (১২ জুন) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের রাতইল হর্টিকালচারের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হামিদা বেগম কাশিয়ানী উপজেলার পশ্চিম রাতইল গ্রামের মৃত ইসরাফিল মোল্লা স্ত্রী।

কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু নাঈম মোহাম্মদ মোফাজ্জেল হক দুর্ঘটনার বিষয়টি নিউজ টোয়েন্টিফোরকে নিশ্চিত করেছেন।

আবু নাঈম মোহাম্মদ মোফাজ্জেল হক জানান, নিহত হামিদা বেগম আম কুড়াতে গিয়ে ঢাকা-খুলনা মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগামী অজ্ঞাত একটি গাড়ি তাকে চাপা দিলে ঘটনাস্থলে নিহত হন। পরে খবর পেয়ে পরিবারের লোকজন মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

news24bd.tv/কামরুল