‘একটাই পৃথিবী’ এই প্রতিপাদ্য নিয়ে ২০৩২ সালের মধ্যে দেশে ১ কোটি চারা বিতরণ ও রোপণের ঘোষণা দিয়েছে ‘অগ্রগামী ফাউন্ডেশন’।
এ লক্ষ্য অর্জনে গত শুক্রবার (১০ জুন) ‘বৃক্ষ রোপণ’ কর্মসূচির উদ্বোধন করা হয়। নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মঙ্গলেরগাওঁ, চর গোয়ালদী, শান্তিনগর, পাঁচানী, কুরবানপুর, নয়াগাঁও, খাসেরকান্দী ও ঝাউচর এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের ২০০ শিক্ষার্থীর মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করে ফাউন্ডেশন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষাবিদ খালেদা খানম।
সবুজ, সুন্দর, স্নিগ্ধ বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে ‘অগ্রগামী ফাউন্ডেশন’ এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে বদ্ধপরিকর।
news24bd.tv তৌহিদ