বাগেরহাটের কচুয়ায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে সোহরাব হাওলাদার (৬২) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। রোববার দুপুরে সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের কচুয়া উপজেলার যশোরদি নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহত সোহরাব হাওলাদার মোরেলগঞ্জ উপজেলার পুটিখালী গ্রামের রুস্তম আলী হাওলাদারের ছেলে। দুর্ঘটানায় আহত মোটরসাইকেল আরোহীকে হাসপাতালে ভর্তি করা হয়েছেন।
কচুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার ও মোটরসাইকেল ও ভ্যানের জব্দ করা হয়েছে।
news24bd.tv/কামরুল