মহেশপুরে কিং ব্র্যান্ড সিমেন্টের শুভ হালখাতা

মহেশপুরে কিং ব্র্যান্ড সিমেন্টের শুভ হালখাতা

ঝিনাইদহ প্রতিনিধি :

ঝিনাইদহে বসুন্ধরা গ্রুপ কিং ব্র্যান্ড সিমেন্টের শুভ হালখাতা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে কিং ব্র্যান্ড সিমেন্টের মহেশপুর উপজেলা পরিবেশক মেসার্স নিউ রাজ্জাক এন্ড সন্স এর প্রোপাইটার মো. সোহরাব হোসেনের মহিলা কলেজ রোডে অবস্থিত ব্যবসা প্রতিষ্ঠানে এই হালখাতা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শহীদ জিয়াউর রহমান ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. শওকত আলী।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বসুন্ধরা গ্রুপ কিং ব্র্যান্ড সিমেন্ট সেক্টরের চীফ মার্কেটিং অফিসার খন্দকার কিংশুক হোসেন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপ কিং ব্র্যান্ড সিমেন্ট সেক্টরের জেনারেল ম্যানেজার আব্দুল লতিফ, বসুন্ধরা গ্রুপ কিং ব্র্যান্ড সিমেন্ট সেক্টরের এ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার জিয়াউর রহমান, বসুন্ধরা গ্রুপ কিং ব্র্যান্ড সিমেন্ট সেক্টরের এরিয়া সেলস ম্যানেজার শামীম রেজা ও বসুন্ধরা গ্রুপ কিং ব্র্যান্ড সিমেন্ট সেক্টরের টেরিটরি সেলস ম্যানেজার সঞ্জয় কুমার প্রমুখ।  

অনুষ্ঠান শেষে অতিথিরা বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জনকারী রিটেইলার খালিশপুর বাজারের মেসার্স নুরুল ট্রেডার্সকে প্রথম পুরস্কার হিসাবে একটি ডিপ ফ্রিজ ও সাব্দালপুর বাজারের মেসার্স রশীদ ট্রেডার্সকে ১টি মাইক্রোওয়েভ ওভেনসহ ৪০ জন রিটেইল্রাকে বিভিন্ন রকম পুরস্কার দেওয়া হয়।  

এর আগে অতিথি ও রিটেইলারগণের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করেন পরিবেশক মো. সোহরাব হোসেন।

এ সময় বক্তারা বলেন, কিং ব্র্যান্ড সিমেন্টের গুণগত মান ও যেকোন নির্মাণ কাজ করা নিয়ে কোন সন্দেহ নেই।

সে সময় এ উপজেলায় সরবরাহ কম থাকায় ব্যবসায়ীরা তাদের ব্যবসার সমৃদ্ধির জন্য প্রধান অতিথির কাছে চাহিদা মতো কিং ব্র্যান্ড সিমেন্ট সরবরাহ করার দাবি জানান।
 

news24bd.tv/কামরুল