কক্সবাজারের উখিয়ায় বাঁশবোঝাই ট্রাকের চাপায় নিহত ৪, আহত ১০

কক্সবাজারের উখিয়ায় বাঁশবোঝাই ট্রাকের চাপায় নিহত ৪

কক্সবাজারের উখিয়ায় বাঁশবোঝাই ট্রাকের চাপায় নিহত ৪, আহত ১০

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়া উপজেলায় বাঁশবোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে শিশুসহ চার জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও অন্তত ১০ জন। ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী তিনটি অটোরিক্সার উপর পড়লে এ দুর্ঘটনা ঘটে।

সোমবার সকাল ১০ টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়ার বালুখালী ট্রানজিট পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিকারুজ্জামান। তিনি জানান, সোমবার সকাল সকাল ১০ টার দিকে টেকনাফমুখী একটি বাঁশবোঝাই ট্রাক ট্রানজিট এলাকায় ওভারটেকিং করতে গিয়ে উল্টে যায়। এসময় রাস্তায় চলাচলরত তিনটি যাত্রীবাহী অটোরিক্সা চাপা পড়ে। এরমধ্যে একটি সিএনজি অটোরিক্সা ও দুটি টমটম।

এতে টমটম ও সিএনজির চার জন যাত্রী ঘটনাস্থলে নিহত হয়।

তিনি আরও বলেন, এ ঘটনায় আরও আনুমানিক ১০জন যাত্রী আহত হয়েছে। সেখানে আশংকাজনক অবস্থায় আছে আরো কয়েকজন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী উখিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম আজাদ মুঠোফোনে জানান, নিহতের মধ্যে প্রাথমিকভাবে একজন এনজিও কর্মীর পরিচয় পাওয়া গেছে। তার নাম রোজিনা আক্তার। তিনি এনজিও সংস্থা ‘মুক্তি’তে কর্মরত।  

সম্পর্কিত খবর