ড. ইউনূসের মামলার কার্যক্রম দুই মাস স্থগিত : আপিল বিভাগ 

সংগৃহীত ছবি

ড. ইউনূসের মামলার কার্যক্রম দুই মাস স্থগিত : আপিল বিভাগ 

হাবিবুল ইসলাম হাবিব

ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে করা শ্রম আইন লঙ্ঘনের অভিযোগের মামলার কার্যক্রম নিম্ন আদালতে দুই মাস স্থগিত থাকবে। একইসঙ্গে এই সময়ের মধ্যে এ সংক্রান্ত রুল নিষ্পত্তি করতে হাইকোর্টকে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।

আজ সোমবার আপিল বিভাগের বিচারপতি মো. নুরুজ্জামানের নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে গত বছরে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের বিরুদ্ধে মামলা করে ঢাকার কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর।

মামলার অন্য আসামিরা হলেন- গ্রামীণ টেলিকমের এমডি আশরাফুল হাসান, পরিচালক নুর জাহান বেগম ও শাহজাহান।

ড. ইউনূসের বিরুদ্ধে অভিযোগ, তিনি শ্রমিকদের চাকরি স্থায়ী করেননি, শ্রমিকদের অংশগ্রহণের তহবিল ও কল্যাণ তহবিল গঠন করেননি এবং কোম্পানির লভ্যাংশ শ্রমিকদের দেননি। এসব অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ফৌজদারি আইনে এ মামলা করা হয়।

news24bd.tv রিমু