মহানবীকে কটূক্তিকারী সেই নূপুরের পাশে গম্ভীর

সংগৃহীত ছবি

মহানবীকে কটূক্তিকারী সেই নূপুরের পাশে গম্ভীর

অনলাইন ডেস্ক

মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দলের নেত্রী নূপুর শর্মা টেলিভিশন টকশোতে কটূক্তিমূলক বক্তব্য দিয়েছিলেন। এই ঘটনায় তাকে বহিষ্কার করে দলটি। এছাড়াও একের পর এক মৃত্যুর হুমকি পাচ্ছেন বলে দাবি করছে নূপুর শর্মা। এমতাবস্থায় বিজেপির এই সদ্য বহিষ্কৃত নেত্রীর পাশে দাঁড়িয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার এবং দলটির বর্তমান সংসদ সদস্য গৌতম গম্ভীর।

রোববার (১২ জুন) মাইক্রো ব্লগিং সাইট টুইটারে এক পোস্টে ভারতের ধর্মনিরপেক্ষ উদারপন্থীদের কাঠগড়ায় তুলেছেন গম্ভীর। নিজের ভেরিফাই অফিসিয়াল টুইটানে গম্ভীর লিখেছেন, ‘‘একজন নারী যে (তার কৃতকর্মের জন্য) ক্ষমা চেয়েছে তাকে দেশজুড়ে যেভাবে হত্যার হুমকি দেয়া হচ্ছে, তার বিরুদ্ধে ঘৃণা ছড়ানো হচ্ছে সেগুলোর প্রতিক্রিয়ায় তথাকথিত ‘ধর্মনিরপেক্ষ উদারপন্থীদের’ নীরবতা অবাক করছে। ’’

ওই টুইটার পোস্টের মাধ্যমে নূপুরের বিতর্কিত মন্তব্যগুলোকে সমর্থন করছেন কিনা এমন প্রশ্ন উঠলে গম্ভীর ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন, ‘নূপুরের মন্তব্যগুলোকে কেউ সমর্থন করেনি। দল তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, সে নিজেও ক্ষমা চেয়েছে।

news24bd.tv/আলী