‘সকল জুয়েলারি ব্যবসায়ীকে এক ছাতার নিচে আনতে চাই’

সংগৃহীত ছবি

কিশোরগঞ্জে বাজুসের মতবিনিময় সভায় পবিত্র চন্দ্র ঘোষ

‘সকল জুয়েলারি ব্যবসায়ীকে এক ছাতার নিচে আনতে চাই’

টিটু দাস, কিশোরগঞ্জ :

সবাইকে নিয়ে যিনি স্বপ্ন দেখেন সেই স্বপ্নদ্রষ্টা বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন সভাপতি সায়েম সোবহান আনভীর সাহেবের নির্দেশে বিভিন্ন জেলা সফরের চলমান প্রক্রিয়ার অংশ হিসাবে আজ আমরা কিশোরগঞ্জ অবস্থান করছি । বিগত দিনে আমরা অনেক জেলায় গিয়েছি এবং সামনের দিনেও বিভিন্ন জেলায় যাব বলে জানিয়েছেন বাজুস স্ট্যাডিং কমিটি অন ডিস্ট্রিক মনিটরিং কার্যনির্বাহী নির্বাহী সদস্য পবিত্র চন্দ্র ঘোষ।

পবিত্র চন্দ্র ঘোষ বলেন, বাজুস প্রেসিডেন্ট গার্মেন্টস সেক্টরকেও হার মানাতে পরিকল্পনা করছেন। তাই ওনার হাতকে শক্তিশালী করতে আমরা যারা জুয়েলারি ব্যবসা করি সবাইকে উপজেলা, জেলা ও কেন্দ্র ভিত্তিক এক ছাতার নিচে আসতে হবে এবং সেই ছাতার নেতৃত্বে থাকবে সায়েম সোহবান আনভীর সাহেব।

আমরা সবাই এ ছাতার নিচে অবস্থান করব এটা আমাদের অঙ্গীকার। সেই লক্ষে বাংলাদেশ জুয়েলারি সমিতির ৪০ হাজারের বেশি সদস্য হয়েছে।

আজ সোমবার দুপুরে কিশোরগঞ্জ শহরের উৎসব কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যেগে আয়োগিত মতবিনিময় সভায়  তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা তখন লাভবান হবো, যখন আমরা বাজুসের প্রেসিডেন্টের হাতকে শক্তিশালী করতে পারব।

আমাদের বাজুসের প্রেসিডেন্টের ব্যক্তিগত কোন লাভ নাই। লাভটা কিন্তু আমাদের আপনাদের বেশি, এটা আপনাদের ভাবতে হবে।

কিশোরগঞ্জ জেলা বাজুসের সভাপতি গাজী জামাল উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাজুস কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও ডিস্ট্রিক্ট মনিটরিং স্ট্যান্ডিং কমিটির সদস্য পবিত্র চন্দ্র ঘোষ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাজুস ডিস্ট্রিক্ট মনিটরিং স্ট্যান্ডিং কমিটির সদস্য চন্দন কুমার ঘোষ।

বাজুস কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাসুদুজ্জামানের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন জেলা কমিটির সাবেক সভাপতি আসাদুজ্জামান আসাদ, জেলা কমিটির সদস্য বিজয় চন্দ্র সরকার, উজ্জ্বল রায়, কটিয়াদী উপজেলা প্রতিনিধি আলমগীর হোসেন, পাকুন্দিয়া উপজেলা প্রতিনিধি শাহানশাহ প্রমুখ। সভায় জেলার বিভিন্ন উপজেলার জুয়েলারি ব্যবসায়ীদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

news24bd.tv/আলী