জটিল রোগের কাছে হার মানতে নারাজ ইরফান

জটিল রোগের কাছে হার মানতে নারাজ ইরফান

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

চলতি মাসের শুরুতে টুইট করেছেন তিনি, ‘কবে ফিরতে পারবো, সে সম্পর্কে আমার কোনো ধারণা নেই। ’পুরোপুরি সুস্থ হয়ে ফিরে আসা যে ক্রমেই অনিশ্চিত হয়ে পড়ছে, তা বুঝতে পারছেন বলিউডের শক্তিমান অভিনেতা ইরফান খান।  

আগামী ৩ আগস্ট মুক্তি পাচ্ছে ইরফান খান অভিনীত নতুন ছবি ‘কারওয়াঁ’। এই ছবিকে ঘিরে তার নামটি বেশি উচ্চারিত হচ্ছে।

এদিকে টুইটারে প্রোফাইল পিকচার বদলেছেন তিনি। যদিও বেশ রোগা হয়ে গেছেন, তারপরও এই ছবিতে ইরফান খানের হাসিমুখ দেখে খুশি তার ভক্ত, অনুরাগী আর শুভাকাঙ্ক্ষীরা। এবার তিনি লিখেছেন, ‘আমি হতাশ নই। আশাও ছাড়িনি।
আনন্দেই বেঁচে আছি। ’

ইরফান খান স্নায়ুকোষের টিউমারে আক্রান্ত। তার রোগের নাম ‘নিউরোএন্ডোক্রাইন টিউমার’। তিনি এখন ব্রিটেনের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সেখান থেকে সম্প্রতি নিজের উপলব্ধির কথা বলতে গিয়ে তিনি লিখেছেন, ‘অনিশ্চয়তাই জীবনের একমাত্র সত্য। ...আমি আত্মসমর্পণ করছি। জীবন আর মৃত্যুর মধ্যে শুধু এক রাস্তার ফারাক। প্রথম জীবনকে প্রকৃত অর্থেই চিনতে পেরেছি। মনে মনে ঠিক করেছি, না, হেরে যাবো না। যে করেই হোক, লড়াইটা চালিয়ে যেতেই হবে। ’ 

সম্প্রতি টুইটারে ইরফান খানের স্ত্রী সুতপা শিকদার লিখেছেন, ‘আমার সবচেয়ে ভালো বন্ধু ও সঙ্গী একজন যোদ্ধা। ও খুব সুন্দরভাবে এবং দুর্দান্ত ভঙ্গিতে সব প্রতিবন্ধকতার সঙ্গে লড়াই করছে। ’

সুতপা আরও লিখেছেন, ‘আমি ঈশ্বর এবং আমার সাথীর কাছে কৃতজ্ঞ যে আমাকেও তারা এক যোদ্ধায় পরিণত করেছেন। এখন আমি এক যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে আছি। আর এই যুদ্ধ জয় করা আমার একমাত্র লক্ষ্য। ’

অরিন/নিউজ টোয়েন্টিফোর

এই রকম আরও টপিক

সম্পর্কিত খবর