কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের মাঝি আজিম উদ্দিন হত্যা মামলায় আরেক হেড মাঝি নূর মোহাম্মদকে (৪০) গ্রেপ্তার করেছে আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আজ সোমবার (১৩ জুন) ভোরে ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এম/২২ ব্লকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
আটক নূর মোহাম্মদ এম/২২ ব্লকের ৩৯ নম্বর শেডের মৃত মো. হাসানের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক নাইমুল হক জানান, এ নিয়ে মামলার চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
গত বৃহস্পতিবার (৯ জুন) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বালুখালীস্থ ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্প এলাকায় মাঝি আজিম উদ্দিনকে কুপিয়ে হত্যা করে অজ্ঞাত সন্ত্রাসীরা। এ ঘটনায় নিহতের স্ত্রী সমজিদা বাদী হয়ে পরদিন শুক্রবার দুপুরে উখিয়া থানায় ১৫ জনের নাম উল্লেখ করে ও ১৫/২০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন।
news24bd.tv/কামরুল