দক্ষিণ অঞ্চলের ২১ জেলার যোগাযোগ ব্যবস্থাকে সহজ করতে নির্মাণ করা পদ্মা সেতুতে এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। তারই ধারাবাহিকতায় পদ্মা সেতু বিদ্যুৎ কর্তৃপক্ষ এ পর্যন্ত ৫০৫ টি ল্যাম্পপোস্টের লাইট পরীক্ষামূলক জ্বালিয়েছে। আজ সোমবার মাওয়া প্রান্তে ১ থেকে ২১ নম্বর পিলারে সন্ধ্যায় ৭টায় পরীক্ষামূলক নতুন করে ২০৫ টি লাইট জ্বালিয়েছে সেতু কর্তৃপক্ষ।
পদ্মা সেতুর বিদ্যুৎ বিভাগ জানায়, আজকে মাওয়া সাইটের ২০৫ টি বাতি জ্বলছে।
এর আগে ৪ জুন বিকেলে পদ্মা সেতুতে পরীক্ষামূলকভাবে প্রথম বৈদ্যুতিক বাতি জ্বালানো হয়। ওই দিন সেতুর ১৪ থেকে ১৯ নম্বর পিলারের মাঝামাঝিতে ২৪টি ল্যাম্পপোস্টে বাতি জ্বালানো হয়েছিল।
এরপর ১১ জুন পর্যন্ত পরীক্ষামূলকভাবে সেতুর সব কটি বাতি জ্বালানো হয়। তখন সেতুতে জেনারেটরের মাধ্যমে বাতি জ্বালানো হয়েছিল।
২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধন করবেন। ২৬ জুন সকাল থেকে যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়ার হবে পদ্মা সেতু।
news24bd.tv/কামরুল