ভোট দিলেন স্বতন্ত্র মেয়র প্রার্থী কায়সার, কেন্দ্রে বুথ কম রাখার অভিযোগ

ভোট দিলেন স্বতন্ত্র মেয়র প্রার্থী কায়সার

ভোট দিলেন স্বতন্ত্র মেয়র প্রার্থী কায়সার, কেন্দ্রে বুথ কম রাখার অভিযোগ

অনলাইন ডেস্ক

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে নিজের ভোট দিয়েছেন ঘোড়া প্রতীকের স্বতন্ত্র মেয়র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ১১ নম্বর ওয়ার্ডের ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুল কেন্দ্রের ৪ নম্বর বুথে ভোট দেন তিনি।  

এসময় স্বতন্ত্র মেয়র প্রার্থী কায়সার অভিযোগ করে বলেন, নির্বাচনে বিভিন্ন কেন্দ্রে বুথ কম রাখা হয়েছে। আগের নির্বাচনে ৬টি বুথ রাখা হলেও, এখন ৩টি দেখা গেছে।

ফলে ভোটগ্রহণে ধীরগতি হতে পারে। বিষয়টি রিটার্নিং কর্মকর্তাকে জানিয়েছি। তিনি দেখছেন বলে জানিয়েছেন।

তিনি আরও বলেন, সব কেন্দ্রেই আমার এজেন্ট দিতে পেরেছি।

এ নিয়ে কোনো ধরনের ঝামেলা হয়নি। সুষ্ঠুভাবে ভোটগ্রহণ হলে আমার জয় নিশ্চিত।

এর আগে সকাল ৮টায় শুরু হয় কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনের ভোটগ্রহণ। যা টানা বিকেল ৪টা পর্যন্ত ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিনে) ব্যবহার করে বিরতিহীনভাবে ভোট অনুষ্ঠিত হবে।  

উল্লেখ্য, কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে ৫ মেয়র প্রার্থীসহ ২৭টি সাধারণ ও ৯টি সংরক্ষিত নারী ওয়ার্ডে ১৪৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার ২ লাখ ২৯ হাজার ৯২০ জন।  

news24bd.tv রিমু