কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে নিজের ভোট দিলেন স্বতন্ত্র মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কু। বুধবার সকালে হোচ্ছামিয়া হাইস্কুলে ভোট দিয়েছেন তিনি।
তিনি বলেন, ভোটের পরিবেশ ভালো। কিন্তু অনেক জায়গায় ইভিএম মেশিনে সমস্যা করছে।
তিনি আরও বলেন, জয়ের ব্যাপারে আশাবাদী।
বুধবার সকাল ৮টায় শুরু হয় কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনের ভোটগ্রহণ। যা টানা বিকেল ৪টা পর্যন্ত ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিনে) ব্যবহার করে বিরতিহীনভাবে ভোট অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে ৫ মেয়র প্রার্থীসহ ২৭টি সাধারণ ও ৯টি সংরক্ষিত নারী ওয়ার্ডে ১৪৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার ২ লাখ ২৯ হাজার ৯২০ জন।
news24bd.tv রিমু