কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ চলছে। আজ বুধবার সকাল ৮টায় শুরু হয় ভোটগ্রহণ। যা টানা বিকেল ৪টা পর্যন্ত চলবে। এবারে কুসিক নির্বাচন সম্পূর্ণ ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে অনুষ্ঠিত হচ্ছে।
সকাল ৮টা থেকে নগরীর ২৭টি ওয়ার্ডের ১০৫টি কেন্দ্রে ভোট চলছে।
জানা গেছে, আজ বুধবার সকালে নগরীর ৫ নম্বর ওয়ার্ড কুমিল্লা উচ্চ বিদ্যালয়ে মহিলা ভোটার কেন্দ্রে শুরুতেই ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে দেখা দেয় সমস্যা।
পরে মোবাইল ফোনে কল পেয়ে কারিগরি টিমের সদস্য এসে বিকল মেশিনটি পরিবর্তন করে দিলে, পুনরায় ভোটগ্রহণ শুরু হয়।
ইভিএম কারিগরি মোবাইল টিমের সদস্য আবদুল আজিজ নোমান বলেন, মনিটরে সমস্যা হচ্ছিল। তারপর আমরা মেশিনটি পাল্টে দিয়েছি।
ভোট কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ফজলুল করিম বলেন, সকালে ভোটগ্রহণের শুরুতে এখানে ভোট মনিটরে দেখা যাচ্ছিল না। এ সময় আমরা দ্রুত মোবাইল কারিগরি টিমকে সংবাদ দেই৷ এখন মেশিন ঠিক আছে। ভোট স্বাভাবিকভাবে চলছে।
উল্লেখ্য, ৫ মেয়র প্রার্থীসহ কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে ২৭টি সাধারণ ও ৯টি সংরক্ষিত নারী ওয়ার্ডে ১৪৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার ২ লাখ ২৯ হাজার ৯২০ জন।
news24bd.tv রিমু